s alam cement
আক্রান্ত
৪৯৫৪৫
সুস্থ
৩৬১৮৬
মৃত্যু
৫০৮

হিমছড়ি সৈকতে আবারও ভেসে এলো মৃত তিমি

0

কক্সবাজারের হিমছড়ি সৈকতে ভেসে এসেছে আরও একটি মৃত তিমি। রোববার (২ মে) বিকালে জোয়ারের সাথে তিমিটি ভেসে আসে।

খবর পেয়ে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনয় চাকমা ঘটনাস্থলে পরিদর্শন করেন। তিনি জানান, তিমিটির লেজের দিকের অংশটি বিচ্ছিন্ন। ধারনা করা হচ্ছে এটি অন্তত এক মাস আগে মারা গিয়ে থাকতে পারে। মৃত তিমির দূগন্ধে পরিবেশ ভারী হয়ে এসেছে। তিমিটি মাটি চাপা দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এ নিয়ে কক্সবাজার সৈকতের হিমছড়ি পয়েন্টে তিনটি মৃত তিমি ভেসে এলো। এর আগে গত ৯ ও ১০ এপ্রিল পরপর দুইদিন দুটো তিমি ভেসে আসে।

এসএ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm