হিযবুত তাহরীর ২ সদস্য আটক কোতোয়ালীতে

চট্টগ্রাম নগরীর কোতয়ালী থানা এলাকা থেকে পোস্টার লাগানোর সময় দুই হিযবুত তাহরীর সদস্যকে আটক করছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানা পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন বাঁশখালীর গুনাগরী কামাল মাস্টার বাড়ির আবু তাহেরের ছেলে আবু হাসান মো. তানভীর (২৮) এবং একই উপজেলার পশ্চিম ইলশা নুরুল আনোয়ারের ছেলে শহীদুল ইসলাম (৩২)।

এর আগে ১৮ অক্টোবর প্রথমে আটক করা হয় মো. তানভীরকে। পরে তার তথ্য মতে, ১৯ অক্টোবর সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম নগরীর খুলশী থেকে আটক করা হয় শহীদুল ইসলামকে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে হিযবুত তাহরীর দুই সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে সরকারবিরোধী ৯টি পোস্টার, ১টি টিপ ছোরা ও ২টি মোবাইল উদ্ধার করা হয়। এদের মধ্যে প্রথমে তানভীরকে আটক করা হয়। পরে তার তথ্য অনুসারে খুলশী থেকে আটক করা হয় শহীদুলকে।

জেএস/ডিজে

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!