২ যুবককে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার চট্টগ্রামে

চট্টগ্রামের বাকলিয়ার রাহাত্তারপুল এলাকায় দুই যুবককে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) রাতে নগরীর বহদ্দারহাট এলাকা থেকে ওই আসামিকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে তাকে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার রেজাউর রহমান আদনান (৪১) রাহাত্তারপুল এলাকার মৃত আবদুর রহমানের ছেলে। তিনি ওই মামলার ২ নম্বর আসামি।

তার বিরুদ্ধে বাকলিয়া ও চান্দগাঁও থানায় তিনটি মামলা রয়েছে বলে জানা গেছে।

এর আগে গত বছরের ২৫ ডিসেম্বর নগরীর রাহাত্তারপুল এলাকার ফুলকলি কারখানার সামনে পূর্ব শত্রুতার জেরে জালাল হোসেন (১৯) ও মো. ইসমাইলকে কুপিয়ে জখম করে মনির, আদনানসহ একাধিক অস্ত্রধারী।

এরপর তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

পরে এই ঘটনায় ২৮ ডিসেম্বর বাকলিয়া থানায় মনির ওরফে তুফান ও আদনানসহ আটজনকে আসামি করে মামলা করেন জালাল হোসেন।

মামলার তদন্ত কর্মকর্তা বাকলিয়া থানার উপ পরিদর্শক মো. ফরহাদ মহিম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘দুই যুবককে হত্যাচেষ্টা মামলায় আদনানকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এরপর তারা আমাদের কাছে হস্তান্তর করে।’

আসামি আদনানকে আদালতে পাঠালে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান ফরহাদ মহিম।

আরএম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!