s alam cement
আক্রান্ত
৬৫০০৮
সুস্থ
৫০৭৯৯
মৃত্যু
৭৭১

৪ দিন পর সাগরে ভেসে উঠল নিখোঁজ শ্রমিকের লাশ

বন্ধুদের সাথে গিয়েছিলেন মাছ ধরতে

0

চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চল এলাকায় বন্ধুদের সাথে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া শ্রমিক মো. হাফিজুর (২৪) এর মরদেহ ৪দিন পর ভেসে উঠেছে। শনিবার (১০ জুলাই) বিকেল ৩টায় মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের ২নং স্লুইস গেইটের পাশে হাফিজুরের মরদেহ স্থানীয়রা দেখতে পেয়ে মিরসরাই থানা পুলিশকে খবর দেয়।

জানা গেছে, গত বুধবার (৭ জুলাই) দুপুরে অর্থনৈতিক অঞ্চলের চায়না প্রজেক্টে কাজ করা মো. হাফিজুর (২৪) তার বন্ধুদের সাথে সাগরে মাছ ধরতে যায়। এ সময় বড় ঢেউ আসায় মো. হাফিজুর সাগরের পানিতে ডুবে যান।

খবর পেয়ে ঘটনাস্থলে মিরসরাই ফায়ার সার্ভিস ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং কোস্টগার্ডের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। সমুদ্র উত্তাল থাকায় তারা হাফিজুরকে খুঁজে পাননি। মো. হাফিজুর খুলনা জেলার তেরখাদা থানার হাড়িখালি এলাকার এহতেশামের ছেলে।

অর্থনৈতিক অঞ্চলের দায়িত্বে থাকা আনসার কমান্ডার জাহাঙ্গীর হোসেন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, বন্ধুদের সাথে মাছ ধরতে যাওয়া হাফিজুরের লাশটি বিকেল ৩টায় বেড়িবাধের ২নং স্লুইস গেইট এলাকায় ভেসে উঠে। তখন হাফিজুরের বন্ধুদের সাথে নিয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে লাশটি হাফিজুরের বলে নিশ্চিত হওয়া গেছে।

এছাড়াও নিখোঁজের সময় সাথে থাকা ব্যাগটি তার শরীরের সাথে বাঁধা ছিল। তার পেট ফুলে গিয়েছে।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে প্রেরণ করার প্রক্রিয়া চলছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

Din Mohammed Convention Hall

কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm