৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কোতোয়ালীর তুলাতলি বস্তিতে

চট্টগ্রাম নগরীতে ৫ কেজি গাঁজাসহ জাহাঙ্গীর আলম (৪৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে কোতোয়ালী থানার তুলাতলি বস্তির তিন রাস্তার মোড়ে সাইফুলের দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাহাঙ্গীর আলম (৪৮) চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার মনা মেম্বারের বাড়ির আবদুল মোনাফের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে এসআই বোরহান উদ্দিন বলেন, গতকাল রাতে নিয়মিত ডিউটি করার সময় তুলাতলি তিন রাস্তার মোড়ে একজনকে দেখে তার গতিবিধি সন্দেহ হয়। পরে তাকে তল্লাশি করি। তার সাথে থাকা প্লাস্টিকের একটি বস্তায় ৫ কেজি গাঁজা পাওয়া যায়।

তিনি আরও বলেন, সে দীর্ঘদিন ধরে পাইকারি দামে গাঁজা সংগ্রহ করে খুচরা বিক্রেতার কাছে বিক্রি করে আসছিল। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এএইচ/এমএফও

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!