s alam cement
আক্রান্ত
৬৫০০৮
সুস্থ
৫০৭৯৯
মৃত্যু
৭৭১

অক্সিজেন চাই মিরসরাইয়ে? হাজির নওফেল!

0

চট্টগ্রামের উপজেলা পর্যায়ে করোনার সংক্রমণ ভয়াবহ রূপ ধারণ করেছে। বিশেষ করে উত্তর চট্টগ্রামের ৬ উপজেলায় প্রতিদিন প্রচুর পরিমাণে করোনারোগী শনাক্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে উত্তর চট্টগ্রামের মিরসরাইয়ে করোনা আক্রান্তদের অক্সিজেন সরবরাহ করার উদ্যোগ নিয়েছে ছাত্রলীগ নেতা সোহরাওয়ার্দী নিজামী নওফেল।

ফোনে যোগাযোগ করলেই মিরসরাইয়ের যেকোনো প্রান্তে অক্সিজেন পৌঁছে দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন সোহরাওয়ার্দী নিজামী নওফেল।

অক্সিজেনের প্রয়োজনে যে নম্বরগুলোতে যোগাযোগ করতে হবে সেগুলো হলো ০১৮১৮৯৮৯৩১৮ (নওফেল) ও ০১৮৭৮২১৬০৪২ (সালাউদ্দিন রাব্বি)।

বৃহস্পতিবার (৮ জুলাই) রাতে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব রহমান রুহেলের জন্মদিনে নওফেলের উদ্যোগে এই অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন করেন মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন।

ছাত্রলীগ নেতা সোহরাওয়ার্দী নিজামী নওফেল বলেন, মিরসরাইয়ের আগামীর কর্ণধার চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব রহমান রুহেল ভাইয়ের উৎসাহে ও নির্দেশনায় উনার জন্মদিন উপলক্ষে করোনা রোগীদের ফ্রি অক্সিজেন সেবা চালু করেছি। যে কোন যেকোন সময় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদের অক্সিজেন পৌঁছে দিতে কাজ করবো।

এ সময় উপস্থিত ছিলেন, মিরসরাই পৌরসভা কাউন্সিলর জামাল উদ্দিন লিটন, খোকন, যুবলীগ নেতা বোরহান, ছাত্রলীগ নেতা মুরাদ হাসান, সালাউদ্দিন রাব্বি, সায়েম, মেজবাহ উদ্দিন, জোবায়ের প্রমুখ।

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm