অধ্যাপক মির্জা মুহাম্মদ শহীদুল্লাহর ‘ভোর বেলারি শুকতারা গগণ জোড়া মা’ এর মোড়ক উন্মোচন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এবং ‘শিক্ষা ও প্রাসঙ্গিক ভাবনা’ বইটির মোড়ক উম্মোচন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী।
‘শিক্ষা ও প্রাসঙ্গিক ভাবনা’ ও ‘ভোর বেলারি শুকতারা গগণ জোড়া মা’ বই দুটির মোড়ক উন্মোচন হয়েছে বৃহস্পতিবার (১০ মার্চ) অমর একুশে মেলা চট্টগ্রামে।
এ সময় মেলা পরিষদের আহবায়ক ড. নিছার উদ্দীন আহমদ মঞ্জু, ক্রীড়া ব্যক্তিত্ব আকরাম খান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, চট্টগ্রাম জেলা প্রশাসক মোমিনুর রহমান, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, ওয়ার্ড কাউন্সিলর আবদুস সালাম মাসুম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব খালেদ মাহমুদ, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, সৃজনশীল প্রকাশনা পরিষদের মহিউদ্দিন শাহ আলম নিপু প্রমুখ উপস্থিত ছিলেন।