অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করায় ছয় গ্রাহককে অর্থদণ্ড ৬ লাখ

চট্টগ্রামে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করায় ছয় গ্রাহককে ছয় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে অভিযান চালিয়ে বিল বকেয়া থাকা গ্রাহকদের শনাক্ত করে ১৫ লাখ ৫৬ হাজার ৭৬২ টাকা আদায়ে মামলা করা হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আগ্রাবাদ ডিভিশনের আওতাধীন চৌমুহনী, দেওয়ানহাট দীঘির পাড়, শেখ মুজিব রোড এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন বিদ্যুৎ আদালতের (দক্ষিণ) যুগ্ম জেলা জজ আইরিন পারভীন।

আগ্রাবাদ ডিভিশনের নির্বাহী প্রকৌশলী চিংহলা মং মারমার তত্ত্বাবধানে অভিযানে আরও অংশ নেন উপ-বিভাগীয় প্রকৌশলী কেএম রোকনুজ্জামান, সহকারী প্রকৌশলী রিয়াল আহমেদ নয়ন, প্রকৌশলী এএফএম জিয়াউদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী শালিম মাহমুদ, মো. শাফিউল কাদির, মো. দেলোয়ার হোসেন, বিলাশ কান্তি নাথ, বিপুল কৃষ্ণ দাস।

নির্বাহী প্রকৌশলী চিংহলা মং মারমা অভিযান শেষে বলেন, ‘আগ্রাবাদ ডিভিশনের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া আদায়ে এই ধরনের অভিযান চলবে।

আইএমই/ডিজে

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!