চট্টগ্রাম নগরের পাঁচলাইশের বিবিরহাট এলাকায় অবৈধ ওষুধ বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় পরিচালিত অভিযানে এ সাজা দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান।
এন এস আই চট্টগ্রাম মেট্রো শাখার তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং এলাকার মো. একেলাসের ছেলে মো. হারুন (৩২)।
ওষুধ প্রশাসন অধিদফতর চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম বলেন, অবৈধ ওষুধ বিক্রির দায়ে মো. হারুনকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এআরটি/এমএহক