s alam cement
আক্রান্ত
৫৪৮০৭
সুস্থ
৪৬১৯১
মৃত্যু
৬৪২

অসুস্থ্ ভাইকে দেখতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় ৩ জন রক্তাক্ত

0

চট্টগ্রামের পটিয়া থেকে অসুস্থ ভাইকে দেখতে আনোয়ারা যাচ্ছিলেন পূর্ণিমা দাশ (৪০)। সাথে ছিল তার স্বামী ও আরও ২ জন আত্মীয়। পটিয়া থেকে বাসে এসে কর্ণফুলী থানার বেল্লাপাড়া ক্রসিং থেকে সিএনজি অটোরিকশাযোগে আনোয়ারা যাচ্ছিলেন। কিন্তু শাহমিরপুর বাদামতল এলাকায় একটি সিমেন্ট বোঝাই ট্রাক সিএনজিকে ধাক্কা দিলে সিএনজির সব যাত্রী পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এনে ২৮ নম্বর নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করানো হয়।

সোমবার (১৪ জুন) বিকেল সাড়ে ৩টায় এ ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় আহত পূর্ণিমা দাশ ছাড়াও আহত অনান্যরা হলেন- চন্দন (৫০), নাছির (৩৮) ও রুপা (৩৪)। সবার বাড়ি পটিয়ার বেলঘরে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপুলিশ পরিদর্শক শীলাব্রত বড়ুয়া জানান, সিমেন্ট বোঝাই একটি ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী একটি সিএনজির চার যাত্রী গুরুতর আহত হয়েছে। সব যাত্রীই মাথায় আঘাত পেয়েছে। আজ বিকেল সাড়ে তিনটায় হাসপাতালে নিয়ে আসলে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান শীলাব্রত বড়ুয়া।

আইএমই/এসএ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm