s alam cement
আক্রান্ত
৫৪৮০৭
সুস্থ
৪৬১৯১
মৃত্যু
৬৪২

চলন্ত বাসের ছাদ থেকে পড়ে প্রাণ গেলো হেলপারের

0

চট্টগ্রাম থেকে রাঙামাটি যাওয়ার পথে চলন্ত বাসের ছাদ থেকে পড়ে হেলপারের মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ জুন) হাটহাজারী থানার আমানবাজারস্থ লালিয়ারহাট নামক জায়গায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলপারের নাম মো. হানিফ (২৫)। তবে প্রাথমিক অবস্থায় তার ঠিকানা পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী স্থানীয় তেলের দোকানদার মো. সুমন চট্টগ্রাম প্রতিদিনকে জানান, ‘মদিনার পথে’ নামের বাসটি (জ- ১১-০০৯৯) রাঙামাটি যাওয়ার পথে লালিয়ারহাট আসলে বাসের হেলপার মালামাল দেখতে বাসের উপরে উঠেন। এসময় দুর্ঘটনাবসত সে নিচে পড়ে যায়। আমরা তাকে মেডিকেলে নিয়ে যায়,কিন্তু বাঁচাবো গেল না।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, হানিফ নামে এক বাস হেলপারকে গুরুতর আহত অবস্থায় সকাল সাড়ে এগারোটার দিকে হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। লাশ বর্তমানে মর্গে আছে।

বিএস/কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm