অস্ত্র ও গুলিসহ আরসার ৪ সন্ত্রাসী আটক উখিয়ায়

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ হ্যান্ডগ্রেনেড, ওয়াকিটকি, অস্ত্র ও গুলিসহ আরসা’র চার সন্ত্রাসীকে আটক করেছে এপিবিএন পুলিশ।

রোববার (১৯ মে) ভোর রাত ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত উখিয়া উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এস-১/বি-৭ ব্লকের কাঁটাতারের সীমানার বাইরে গঁইয়াম বাগানে এই অভিযান চালানো হয়।

বিকাল ৪টার দিকে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ান কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

আটক সন্ত্রাসীরা হলেন উখিয়া উপজেলার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৮১ ব্লকের দ্বীন মোহাম্মদের ছেলে আমির হোসেন (২৯), একই ক্যাম্পের এইচ-১০০ ব্লকের ফজল করিমের ছেলে জিয়াউর রহমান (৩২), উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৪ ব্লকের আব্দু সালামের ছেলে সৈয়দুল আমিন (৩০) এবং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-১ ব্লকের বাদশা মিয়ার ছেলে মো. হারুন (২২)। আটকদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মো. ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

মো. ইকবাল হোসেন জানান, আটকরা মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসা’র সদস্য ও একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। এদের বিরুদ্ধে উখিয়া থানায় একাধিক মামলা রয়েছে।

তিনি আরও জানান, রোববার ভোর রাতে উখিয়া উপজেলার ২০ এক্সটেনশন নম্বর রোহিঙ্গা ক্যাম্পে কতিপয় অস্ত্রধারী লোকজন অপরাধ সংঘটনের উদ্দেশ্যে জড়ো হয়েছে, এমন খবরে এপিবিএন পুলিশের একাধিক দল সাঁড়াশি অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে দুষ্কৃতিকারীরা এপিবিএন সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে এপিবিএন সদস্যরাও পাল্টা গুলি ছুঁড়ে। গোলাগুলির এক পর্যায়ে পালিয়ে যাওয়ার সময় এপিবিএন সদস্যরা ৪ সন্ত্রাসীকে আটক করতে সক্ষম। আরস সন্ত্রাসীদের আস্তানায় তল্লাশি চালিয়ে ৪ টি হ্যান্ডগ্রেনেড, দুটি একনলা বন্দুক, ৪টি ওয়ান শুটারগান, ১টি দেশীয় তৈরি এসএমএমজি সাদৃশ্য ওয়ান শুটারগান, চার্জারসহ দুটি ওয়াকিটকি, ১৪টি রাইফেলের গুলির খোসা, দুটি শর্টগানের কার্তুজের খোসা, দুই প্যাকেট লোহার বিয়ারিং বল ও দুটি কিরিচ উদ্ধার করা হয়।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!