আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর উপকমিটিতে চট্টগ্রামের ৩ জন

বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত দপ্তর উপ-কমিটিতে স্থান পেয়েছেন চট্টগ্রামের তিন সন্তান।

এই তিনজন হলেন সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ভিডিশনের আইনজীবী বাঁশখালী উপজেলার বাসিন্দা অ্যাডভোকেট কুমার দেবুল দে, সহকারী অ্যাটর্নি জেনারেল রাউজানের বাসিন্দা লেখক-সাংবাদিক প্রয়াত সিদ্দিক আহমদের ছেলে এসআর সিদ্দিক সাইফ এবং চট্টগ্রাম মহানগরের অ্যাডভোকেট মিঠুন বিশ্বাস।

আগামী ২৪ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে সম্প্রতি ১১টি উপকমিটি গঠন করা হয়।

জাতীয় সম্মেলনের প্রস্তুতি হিসেবে আগামী ১৮ নভেম্বর নবগঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় দপ্তর উপকমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের দপ্তর সেল থেকে মুঠোফোনে তাদের উপ-কমিটিতে অন্তর্ভুক্তির কথা জানানো হয়।

বিএস/ডিজে

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm