আকবরশাহে পূর্ববঙ্গ গুরুকূল ব্রহ্মচর্য আশ্রমে শ্রীশ্রী শিবরাত্রি ব্রত উদযাপন

চট্টগ্রাম নগরীর আকবরশাহের লেকসিটি পাহাড়ে পূর্ববঙ্গ গুরুকূল ব্রহ্মচর্য আশ্রম শ্রীশ্রী ওঁকারেশ্বর শিব মন্দিরে শিবরাত্রির ব্রত উদযাপন করা হয়েছে।

গত ২৬ ও ২৭ ফেব্রুয়ারি দুদিন ব্যাপী বিশ্ব শান্তি কামনার গীতা যজ্ঞ সমবেত প্রার্থনা ও গুরুপুজা, মহাপ্রসাদ বিতরণ ও নগর কীর্তন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে পৌরহিত্য করেন মন্দিরের সেবায়েত শ্রীমৎ সনজিদ চৈতন্য মহারাজ।

পূর্ববঙ্গ গুরুকূল ব্রহ্মচর্য আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি সুজিত সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক শিপলু কুমার দে’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত।

বিশেষ অতিথি ছিলেন সমকাল পত্রিকার ডেপুটি জেনারেল ম্যানেজার সুজিত কুমার দাশ, মানবাধিকারকর্মী দীপাল অনিন্দ্য পাল, সংগঠক ডাক্তার অসীম সরকার, প্রবাসী সুমন আচার্য, লায়ন রিমন মুহুরী, সৈকত চক্রবর্তী, মিলন রুদ্র, রবিন মন্ডল, কানু শুল্কদাশ, বাবলু দাশ।

প্রধান অতিথি দীপক কুমার পালিত বলেন, ধর্ম মানুষকে আলোর পথ দেখায়। তাই আমাদেরকে মানবতার কল্যাণে কাজ করে যেতে হবে। আমাদের সনাতনী ধর্মাবলম্বীদের একটি বৃত্ত থেকে বের হয়ে আসতে হবে। আগামীতে আমাদের প্রতিনিধি আমরাই নির্ধারণ করবো।

তিনি গুরুকূল আশ্রমের শিব মন্দিরের উন্নয়নের জন্য সহযোগিতা করার আশ্বাস দেন পাশাপাশি মহাশ্মশান, গীতা স্কুল ও কলেজ করার ঘোষণা দেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm