চট্টগ্রামের আনোয়ারায় গ্রাম আদালত বিষয়ক দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের এ সভা অনুষ্ঠিত হয়েছে।
গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মাহবুবুর রহমানের সঞ্চালনায় ইউএনও তাহমিনা আক্তার বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় বিরোধ, স্থানীয়ভাবে সমাধানের সুযোগ রয়েছে গ্রাম আদালতে। গ্রাম আদালত বিরোধ নিস্পত্তির জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যাবন, প্রশাসনিক কর্মকর্তা, সদস সহ সবাইকে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, গ্রাম আদালতের মাধ্যমে ছোট-খাটো ফৌজদারি ও দেওয়ানি মামলা নিস্পত্তি করা হয়। দেওয়ানি মামলার ক্ষেত্রে ২০ টাকা আর ফৌজদারি মামলার জন্য মাত্র ১০ টাকা ফি দিয়েই ইউনিয়ন পরিষদে বিচারিক সেবা পাওয়ার সুযোগ আছে। ইউনিয়ন পরিষদের মামলার আবেদনকারী ও প্রতিবাদী উভয়পক্ষে দু’জন ইউনিয়ন পরিষদের সদস্য এবং দু’জন গণ্যমান্য ব্যক্তি মনোনয়ন করে গ্রাম আদালত গঠন করা হয়। বিশেষ করে নারীরা তাদের সমস্যা সমাধানে বাড়ির কাছেই পেয়েছে গ্রাম আদালত। নারীরা এ সেবা বিষয়ে না জানার কারণে তারা ও সেবা নিতে কম আসছেন গ্রাম আদালতে।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার ১১টি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
ডিজে