রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রামে প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক (সিসিএস) দপ্তরের এক কর্মকর্তাকে ধাওয়া দিয়েছেন তারই অধীনে থাকা কর্মচারীরা। ওই কর্মকর্তার বিরুদ্ধে যাতায়াত ভাতা না দেওয়া, কর্মচারীর সঙ্গে দুর্ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলেন ভুক্তভোগীরা। ধাওয়া খেয়ে পরে প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের দপ্তরে ঢুকে রক্ষা পান ওই কর্মকর্তা।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টা পাহাড়তলীর প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক দপ্তরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা সরঞ্জাম নিয়ন্ত্রক (শিপিং) আসিফ উল ইসলামকে তার অধীনে থাকা উচ্চমান সহকারী সাইদুর রহমান তপু ধাওয়া দেন। এ সময় সাইদুরের সঙ্গে অন্যান্য কর্মচারীরাও পিছু নেন। পরে প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের দপ্তরে ঢুকে পড়েন আসিফ।
নাম প্রকাশ না করার শর্তে দপ্তরের এক কর্মচারী বলেন, ওই কর্মকর্তার বিরুদ্ধে কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ আছে। তিনি মাসে ১০ থেকে ১৫ দিন বেনাপোলসহ অন্যান্য জায়গায় যাওয়ার বাহানা দেখিয়ে যাতায়াত ভাতা তুলে নেন। এছাড়া বন্দর থেকে আমাদের যেসব মালামাল যায় ওসব বিআরটিসির ট্রাকে না দিয়ে তিনি অন্য ট্রাকে দেন। এখানেও তার শুভঙ্করের ফাঁকি আছে।
জেলা সরঞ্জাম নিয়ন্ত্রক (শিপিং) আসিফ উল ইসলামকে ধাওয়া দেওয়ার বিষয়টি স্বীকার করেন উচ্চমান সহকারী সাইদুর রহমান তপু।
জেলা সরঞ্জাম নিয়ন্ত্রক (শিপিং) আসিফ উল ইসলাম বলেন, ‘এটা ‘মিস আন্ডারস্ট্যান্ডিং’। যেভাবে বলা হচ্ছে, সেভাবে কিছু ঘটেনি। যা ঘটেছে, সেটা মিটমাট হয়ে গেছে।’
এ বিষয়ে জানতে চাইরে প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক বেলাল হোসেন সরকার বলেন, ঘটনার বিষয়ে আমি শুনেছি। সত্যতা নিশ্চিত করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি।
জেএস/ডিজে