আনোয়ারায় ৪ বৃদ্ধকে পেটালেন গ্রাম পুলিশ সদস্য, ইউএনও-ওসির কাছে অভিযোগ

চট্টগ্রামের আনোয়ারায় চার বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠেছে এক গ্রাম পুলিশের (চৌকিদার) বিরুদ্ধে। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে দাপট দেখিয়ে এলাকায় বিভিন্ন অপকর্ম করে আসছেন বলেও জানা গেছে।

অভিযুক্ত গ্রাম পুলিশ হলেন সুমন মিত্র (৩২)। এছাড়া অভিযোগপত্রে তার বড় ভাই সোহেল মিত্রের (৪১) নামও আছে।

বুধবার (১৬ এপ্রিল) ভুক্তভোগী মৃদুল মিত্র (৬৭) নামে এক বৃদ্ধ আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবরে এ অভিযোগ করেন।

সুমন মিত্র সদর ইউনিয়নের তিন ওয়ার্ডের গ্রাম-পুলিশ (চৌকিদার) দায়িত্বে রয়েছে বলে নিশ্চিত করেছেন পরিষদের সচিব আবদুল হান্নান।

এর আগে বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বোয়ালগাঁও সুবোধ মিত্রের বাড়িতে তার হামলায় গুরুতর আহত হয়েছেন একই এলাকার মৃত বিরঞ্জন মিত্রের ছেলে বৃদ্ধ শস্তু মিত্র (৬৫), নিখিল মিত্র (৬০), মাইকেল মিত্র (৫৬) ও মৃত নিকুঞ্জ মিত্রের ছেলে মৃদুল মিত্র (৬৭)। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অভিযুক্ত সুমন মিত্র ও সোহেল মিত্র ওই এলাকার মৃত সুধির মিত্রের ছেলে।

ভুক্তভোগীরা জানান, সুমন মিত্র এলাকায় গ্রাম-পুলিশের দাপট দেখিয়ে বিভিন্ন অপকর্ম করে আসছে। এলাকায় মাদক ও অপকর্মের জন্য আলাদা একটি অফিসও তৈরি করেছে সে। সেখানে তার বাহিনী নিয়ে এসব অপকর্ম করে। তার অত্যাচারে আমরা এলাকাবাসী অতিষ্ঠ, প্রতিবাদ করলে আমাদের ওপর চলে মারধর। আর কোনো উপায় না দেখে আজ থানা পুলিশ ও ইউএনও সাহেবকে লিখিতভাবে জানিয়েছে। আমরা তার বিচার চাই।

বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত গ্রাম-পুলিশ সুমন মিত্র অভিযোগ অস্বীকার করে বলেন, আমার পুরাতন একটি ফার্মে সন্ধ্যায় আমরা বসে আড্ডা করি। তবে মাদকসেবনের বিষয়টি মিথ্যা। তাদের সঙ্গে আমার পারিবারিক বিরোধ রয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm