চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট মোড়ে ঝটিকা মিছিল করেছে যুবলীগ। এ ঘটনার পর ভিডিও দেখে ৫ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে ৮ থেকে ১০ জনের একটি দল এ মিছিল বের করে। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
আটক ব্যক্তিরা হলেন—মো. দিদারুল আলম (৩৩), মো. আরিছ উদ্দিন (২৫), মো. শাহেদ (২৬), মোহাম্মদ জুয়েল (২৮) এবং ছাত্রলীগকর্মী সুমন ওরফে বান্ডিয়া।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস’ উল্লেখ করা একটি ব্যানার নিয়ে মিছিলটি করা হয়। মিছিলের নেতৃত্বে থাকা পাঞ্জাবি পরা এক তরুণকে সামনে দেখা গেলেও তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মিছিলকারীরা ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’ এবং ‘রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই’সহ বিভিন্ন স্লোগান দেন।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, সকাল ৭টার দিকে এ মিছিল হয়। ফুটেজ দেখে পাঁচজনকে আটক করা হয়েছে। মিছিলের নেতৃত্বে থাকা মোহাম্মদ হানিফ এখনও পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
জেজে/ডিজে