s alam cement
আক্রান্ত
১০২১৮২
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩২১

আনোয়ারায় গরু চোর অভিযোগে দুইজনকে চোখ বেঁধে নির্মম নির্যাতন

0

চট্টগ্রামের আনোয়ারায় গরু চুরির অভিযোগ এনে দুইজনকে চোখ বেঁধে পিটিয়েছে একদল লোক। পরে তাদের পুলিশেও দেয়। শনিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার বরুমচড়া ইউনিয়নের থানাদার টেক এলাকায় এ ঘটনা ঘটে।

ওই দুইজনকে পেটানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে সমালোচনার ঝড় বয়ে যায়। ওই দুইজনের নাম মো. শফিউল (২৮) ও মো. ফরিদ (৪০)। তাঁরা বরুমচড়ার বাসিন্দা।

সূত্র জানায়, শনিবার সকালে উপজেলার বরুমচড়া থানাদার টেক এলাকায় গরু চোর সন্দেহে দুইজনকে পিটিয়ে পুলিশ দেয় জনতা। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় এবং বিকেলে জেলহাজতে পাঠানো হয়।

এদিকে, দুই চোরকে পেটানোর ঘটনা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে ভাইরাল হয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, লুঙ্গি ও লাল টি-শার্ট পরিহিত এক লোক মোটা লাঠি দিয়ে আটক দুজনকে পেটাচ্ছে।

এসময় তাদের বাড়ির পাশে একটা খুঁটির সাথে পেছনে হাত বেঁধে রাখা হয়, কালো কাপড়ে তাদের চোখও বেঁধে রাখা হয়েছে।

Din Mohammed Convention Hall

এ ব্যাপারে আনোয়ারা থানার ওসি এস এম দিদারুল ইসলাম জানান, জনতা দুইজনকে থানায় দিয়েছে। তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে এ বিষয়ে জড়িত সবাইকে চিহ্নিত করার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm