s alam cement
আক্রান্ত
১০২১৮২
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩২১

ভোট করতে এসে পুলিশের হাতে ধরা ডজন মাদক মামলার আসামি

0

আমির হোসেন সেলিম (৩৮), প্রকাশ বুলেট সেলিম মাদক সম্রাট হিসেবে পরিচিত। থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে ডজনেরও অধিক।

সবগুলোই মাদকনিয়ন্ত্রণ আইনে। রয়েছে গ্রেপ্তারি পরোয়ানাও। এরমধ্যে তিনি প্রার্থী হয়েছেন ইউপি নির্বাচনে!

পুলিশের চোখ ফাঁকি দিয়ে এতদিন পালিয়ে ছিলেন। তবে নির্বাচনে দাঁড়িয়ে এলাকায় এসে ধরা পড়তে হলো পুলিশের জালে। যেতে হলো জেলে।

শনিবার (৩০ অক্টোবর) রাত ৮টায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠাছরা বাজার থেকে তাকে গ্রেপ্তার করে মিরসরাই থানা পুলিশ।

সেলিম মিরসরাই সদর ইউনিয়নের মোটবাড়ীয়া গ্রামের জামশেদ আলমের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে মিরসরাই থানায় এক ডজনের অধিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য মিরসরাই সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে সেলিম মোরগ প্রতীকে প্রতিদ্বন্ধিতা করছেন।

Din Mohammed Convention Hall

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, মাদক সম্রাট মো. আমির হোসেন সেলিম প্রকাশ বুলেট সেলিমের বিরুদ্ধে থানায় ১ ডজনের অধিক মামলা রয়েছে। যা বর্তমানে বিচারাধীন। এছাড়া ২টি মামলা তদন্তনাধীন রয়েছে।

তিনি বলেন, তাকে গ্রেপ্তারের জন্য দীর্ঘদিন ধরে পুলিশ খুঁজছিলো। শনিবার রাতে মিঠাছরা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাকে আদালতে প্রেরণ করা হবে।

কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm