s alam cement
আক্রান্ত
৫৩১৬৯
সুস্থ
৩৯৭১৫
মৃত্যু
৬০৯

আনোয়ারায় মন্দির চুরি, মালামাল নিয়ে দুজন গ্রেপ্তার

0

চট্টগ্রামের আনোয়ারায় মন্দির চুরির ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯ মে) রাতে আনোয়ারা থানা পুলিশ বারখাইন ইউনিয়নের বোয়ালগাঁও এলাকায় অভিযান চালিয়ে এই দুই যুবককে গ্রেপ্তার করে। তাদের স্বীকারোক্তিতে অভিযান চালিয়ে মন্দির থেকে চুরি হওয়া সামগ্রী উদ্ধার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন- বারখাইন ইউনিয়নের শিলাইগড়া গ্রামের মৃত বাবুল মিয়ার পুত্র মো. হাসান (৩৫) ও শোলকাটা গ্রামের মৃত আবুল কালামের পুত্র মো. মনির (২৩)।

পুলিশ সূত্র জানায়, উপজেলার বিভিন্ন মন্দিরে চুরির অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে বারখাইন ইউনিয়নের বোয়ালগাঁও এলাকায় অভিযান চালিয়ে মো. হাসান ও মো. মনির নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের স্বীকারোক্তিতে শোলকাটা-তৈলারদ্বীপ সড়কের পাশে ঝুপড়ি থেকে আনোয়ারা সদর ইউনিয়নের ধানপুরা এলাকায় কালি মন্দির ও শীতলা মন্দিরের চুরি যাওয়া পিতলের কলস, পিতলের করাই, শিব লিঙ্গ, খাসা, পিতলের ঘন্টা, পিতলের দূর্গা মুর্তি, তামার খাসা ও তামার খুপি উদ্ধার করা হয়।

আনোয়ারা থানার (ওসি) তদন্ত সাঈদ ওমর জানান, মন্দির চুরির অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে হাসান ও মনির নামে দুই পেশাদার চোরকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের স্বীকারোক্তিতে মন্দিরের চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এসএ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm