আম পাড়া নিয়ে সংঘর্ষে ১ ব্যক্তি নিহত সীতাকুণ্ডে

চট্টগ্রামের সীতাকুণ্ডে আম পাড়াকে কেন্দ্র করে মারামারির ঘটনায় মো. ফরিদুল আলম নামের এক ব্যক্তি নিহত হয়েছে।

ফরিদুল (৫৫) উপজেলার সলিমপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকার জামাল কাজীর বাড়ির বাসিন্দা।

শুক্রবার (১২ মে) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

s alam president – mobile

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে ওই এলাকার বাসিন্দা ফরিদুল আলমের সঙ্গে ও তার প্রতিবেশী মো. জাহাঙ্গীর আলমের পরিবারের সঙ্গে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে। এই সময় ফরিদুল আলম আহত হলে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে।

এদিকে খবর পেয়ে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির একটি টিম ওইদিন রাতে লাশ উদ্ধার করেন।

পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ফৌজারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সামিউর রহমান।

Yakub Group

তিনি বলেন, ‘জায়গা নিয়ে বিরোধের জেরে ওইদিন বিকালে ফরিদুল আলমের সঙ্গে তার প্রতিবেশী মো. জাহাঙ্গীর আলমের পরিবারের আম পাড়াকে নিয়ে কথা কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই এলাকার মো. মকবুল আহমেদের ছেলে।

এই বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ সাংবাদিকদের জানান, দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। তবে নিহতের শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। কিভাবে ফরিদুল আলমের মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের পর জানা যাবে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!