প্রাইভেট কার থেকে হাত-পা বাঁধা যুবক উদ্ধার চট্টগ্রামে

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার মৌলভীর দোকান এলাকায় প্রাইভেট কারের ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবককে উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধার করা যুবকের নাম মো. রিয়াদ (২৫)। তিনি ফেনী জেলার মোহাম্মদ আলমের ছেলে এবং ওই প্রাইভেট কারের ড্রাইভার।

সোমবার (১৫ মে) দুপুরে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান এলাকা থেকে ওই যুবককে উদ্ধার করা হয়।

s alam president – mobile

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার সড়কের সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান এলাকায় একটি প্রাইভেট কারে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবককে দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে ওই প্রাইভেট কারের ভেতর থেকে হাত-পা বাঁধা অজ্ঞান অবস্থায় মো. রিয়াদকে (২৫) উদ্ধার করে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাইভেট কারটি দোহাজারী হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, রিয়াদ যাত্রী নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। যাত্রীরা তাকে নেশা জাতীয় কিছু সেবন করিয়ে হাত-পা বেঁধে তার কাছ থেকে মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।

তবে রিয়াদ শঙ্কামুক্ত বলে জানান দোহাজারী হাসপাতালের ডা. নাফিসা নুর চৌধুরী।

Yakub Group

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)খান মোহাম্মদ ইরফান জানান, থানায় জিডি হয়েছে। বাদিপক্ষের কেউ ফেনী থেকে এখনও এখানে আসেননি। তারা আসলে আইনগত ব্যবস্থা নেবো।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!