ইপিজেডে নালায় বিদ্যুতের খুঁটি রেখেই চলছে সংস্কারকাজ

পাওনা বুঝে পেয়েও কাজ করছে না পিডিবি

0

এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় রাস্তার পাশের নালার সংস্কারকাজ চলছে। কিন্তু বড় বড় বিদ্যুতের খুঁটি না সরিয়ে চলছে এ কাজ। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) বলছে, সংস্কারকাজ শেষ হলেই নালা থেকে তুলে ফেলা হবে খুঁটিগুলো। এজন্য তাদের পক্ষ থেকে যাবতীয় পাওনা বুঝিয়ে দেওয়া হয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি)। তবে প্রশ্ন উঠেছে, সংস্কারকাজ শুরুর আগে কেন এসব খুঁটি তোলা হয়নি। এর পেছনে পিডিবির অবহেলার অভিযোগও রয়েছে।

রোববার (৭ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা গেছে, ইপিজেড এলাকার নেভী হাসপাতাল গেট থেকে সিমেন্ট ক্রসিং পর্যন্ত সংস্কার করা হচ্ছে চার ফুটের একটি নালা। সড়কের একদিকে চলছে লালখানবাজার থেকে বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণকাজ। বিদ্যুতের খুঁটি নালার ভেতর রেখেই দু’পাশে ইটের গাঁথুনি দেওয়ার পর আস্তর করা হয়েছে। ওই নালার ভেতর ৩৩ হাজার ভোল্ট বিদ্যুৎ লাইনের ১১টি খুঁটি রয়ে গেছে। তবে পাঁচটি খুঁটি আছে রাস্তার ওপর।

এলাকাবাসী জানায়, সংস্কারের পর নালার ওপর স্ল্যাব দিলে চলাচলে অসুবিধা হবে স্কুল-কলেজের ছাত্রছাত্রীসহ পথচারীদের। একইসঙ্গে বিদ্যুতের খুঁটিতে উচ্চ ভোল্টের লাইন থাকায় দুর্ঘটনাও ঘটতে পারে। এছাড়া যদি বৃষ্টি হয় তাহলে পানি যেতেও প্রতিবন্ধকতা তৈরি হবে।

সিমেন্ট ক্রসিং এলাকার স্থানীয় বাসিন্দা মো. মানিক বলেন, ‘এ এলাকায় গুরুত্বপূর্ণ স্থাপনা থাকায় মানুষের চাপ বেশি। তারমধ্যে যানজট, জলাবদ্ধতা, সড়ক দুর্ঘটনাতো আছেই। নালার ওপর বিদ্যুতের খুঁটিগুলো সরানো না গেলে সংস্কার করে কোনো লাভ নেই।’

৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমার জানা মতে, নালার ভেতর থাকা বিদ্যুতের খুঁটিগুলো অপসারণ করার জন্য সিডিএ কর্তৃপক্ষ অনেক আগেই পিডিবিকে ওদের পাওনা বুঝিয়ে দিয়েছে। কিন্তু পিডিবির অবহেলার কারণে খুঁটিগুলো এখনও অপসারণ হচ্ছে না।’

Yakub Group

এ বিষয়ে জানতে পিডিবির বিক্রয় ও বিতরণ (হালিশহর) বিভাগের নির্বাহী প্রকৌশলী গিয়াস উদ্দিনকে একাধিক বার মুঠোফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।

সিডিএর নির্বাহী প্রকৌশলী ও ফ্লাইওভার প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান বলেন, ‘এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণকাজের মধ্যে গুরুত্বপূর্ণ যে সকল স্থানে প্রয়োজন, আমরা সেখানে নালার কাজ করে দিচ্ছি। নালার কাজ শেষ হলে আমরা বিদ্যুতের খুঁটি অপসারণ করবো। সেজন্য সিডিএ ইতোমধ্যে পিডিবির চাহিদা অনুযায়ী তাদের পাওনা পরিশোধ করেছে।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm