s alam cement
আক্রান্ত
৫৮৭২৪
সুস্থ
৪৯১৭৭
মৃত্যু
৭০১

উখিয়ায় বাইসাইকেল পেল ৪৭ গ্রাম পুলিশ

0

স্থানীয় সরকারের অর্থায়নে কক্সবাজারের উখিয়ায় পাঁচ ইউনিয়নের ৪৭ গ্রাম পুলিশ পেয়েছে বাইসাইকেল।

মঙ্গলবার (২৯ জুন) বিকাল ৫টায় উপজেলা পরিষদ চত্বরে এসব বাইকেল বিতরণ করা হয়।

এসব বাইসাইকেল জালিয়াপালং ১০ জন, রত্নাপালং ৮ জন, হলদিয়াপালং ১০ জন, রাজাপালং ১০ জন, পালংখালী ৯ জনসহ মোট ৪৭ জন গ্রাম পুলিশকে বিতরণ করা হয়। তবে দুজনের মৃত্যুজনিত কারণে দুটি বাইসাইকেল বিতরণ করা হয়নি। তা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সম্পদ হিসেবে থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ জানিয়েছেন, স্থানীয় সরকারের অর্থায়নে প্রতিটি ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে এসব বাইসাইকেল বিতরণ করা হয়।

এসময় পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এসএ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm