s alam cement
আক্রান্ত
৫৮৭২৪
সুস্থ
৪৯১৭৭
মৃত্যু
৭০১

দেশে টিকটক-পাবজি-বিগো বন্ধ হবে কিনা আদেশ বুধবার

0

বাংলাদেশের সব অনলাইন প্লাটফর্ম থেকে টিকটক, বিগো লাইভ, লাইকি অ্যাপ, পাবজি ও ফ্রি ফায়ারের মতো গেমগুলো বন্ধ করা হবে কি হবে না— সে বিষয়ে হাইকোর্টের আদেশ আসবে বুধবার (৩০ জুন)।

মঙ্গলবার (২৯ জুন) এ সংক্রান্ত রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আদেশের দিনটি নির্ধারণ করেন।

এর আগে গত ১৯ জুন অনলাইন প্লাটফর্ম থেকে ক্ষতিকর দাবি করে এ জাতীয় অ্যাপস ও গেমস বন্ধ করার জন্য সংশ্লিষ্টদের একটি আইনি নোটিশ পাঠানো হয়। ওই নোটিশের কোনো জবাব না পেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব এবং ব্যারিস্টার মোহাম্মদ কাউছার।

গত ২৪ জুন দেশীয় সব অনলাইন প্লাটফর্ম থেকে টিকটক, বিগো লাইভ ও লাইকি অ্যাপ এবং পাবজি ও ফ্রি ফায়ারের মতো গেমসগুলো বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিটটি দায়ের করা হয়।

রিটে ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান, শিক্ষা মন্ত্রণালয় সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, আইন মন্ত্রণালয় সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব এবং পুলিশের আইজিকে বিবাদী করা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব ও মোহাম্মদ কাউছার। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল গোলাম সরোয়ার পায়েল।

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm