s alam cement
আক্রান্ত
৯৫০৪৪
সুস্থ
৬১৫০২
মৃত্যু
১১২৮

উচ্চক্ষমতাসম্পন্ন রকেট লঞ্চার উদ্ধার বান্দরবানে

0

পার্বত্য চট্টগ্রামের বান্দরবানের থানচি উপজেলায় উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক রকেট লঞ্চার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ আগস্ট) বান্দরবান রিজিয়নের আওতাধীন বলিপাড়া ৩৮ বিজিবি এগুলো উদ্ধার করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেয়া বলিপাড়া জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম জানান, স্থানীয় সোর্স ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে তিনটি উচ্চ বিস্ফোরক মর্টার বোম এবং দুটি আরএলের গোলা উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতার ফলে সন্ত্রাসীরা বিস্ফোরকগুলো মাটিতে পুঁতে রেখেছিল।

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত বিস্ফোরকগুলো সীমান্তবর্তী এলাকা থেকে বোম ডিসপোজাল টিমের মাধ্যমে নিস্ক্রিয়করণ করা হয়েছে বলে।

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm