চট্টগ্রামের ফটিকছড়িতে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল করে ঘুরতে গিয়ে দুর্ঘটনায় অনিরুদ্ধ ইসলাম অভি নামের মিরসরাইয়ে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (২০ জুলাই) সন্ধ্যায় ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার নন্দীর স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অভি (২৩) মিরসরাই পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মধ্যম মঘাদিয়া পোদ্দার তালুক এলাকার অদুমিয়া চেয়ারম্যান বাড়ির নজরুল ইসলামে একমাত্র ছেলে। অভি সীতাকুণ্ডের বিজয়স্মরণী বিশ্ববিদ্যালয় কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অনার্স ৩য় বর্ষের ছাত্র ছিলেন।
জানা গেছে, অভি ভ্রমণপ্রেমী ছিলেন। মৃত্যুর দু’দিন আগে বন্ধুদের সঙ্গে ঘুরতে যান কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস ওয়াটার পার্কে।
অভির বন্ধু রিয়াজউদ্দিন হৃদয় বলেন, ‘বুধবার বিকালে আমরা অভিসহ ছয় বন্ধু তিনটি মোটরসাইকেল নিয়ে মিরসরাই-নারায়ণহাট সড়ক দিয়ে ফটিকছড়ি উপজেলার চা বাগান দেখতে যায়। পথে ভুজপুর থানার নন্দী স্কুলের সামনে গ্রামীণ সড়ক দিয়ে দ্রুতগামী একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে অভি মাথা ও পায়ে গুরুতর আঘাত পায়।’
তিনি আরও বলেন, ‘মাথায় হেলমেট পড়ে মোটরসাইকেল চালাচ্ছিল আজিম। আজিমের পেছনে অভি বসেছিল হেলমেট ছাড়া। দুর্ঘটনায় সে ছিটকে পড়ে। আহত আজিম এবং অভিকে উদ্ধার করে প্রথমে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর অভিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাত ১০টার সময় তার মৃত্যু হয়।’
অভির সহপাঠী চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষার্থী তামিম সুরভী বলেন, ‘আমি ইন্টার্নি করার জন্য ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করছি। কিছুদিন পর অভি আমার হাতের তৈরি রেসিপি খাওয়ার জন্য চট্টগ্রামে আসার কথা ছিল। তাকে যখন ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয় তখন নিজের হাতে ক্যানুলা দিয়েছি। ভাবিনি এমন করে বন্ধুকে হারাব।’
মিরসরাই পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আল ফায়হাত সংগ্রাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বুধবার সন্ধ্যায় কয়েকজন বন্ধুসহ বেড়াতে যায় আমার খালাতো ভাই অভি। পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যায় সে। বৃহস্পতিবার সকাল ১১টায় নিজবাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।’
ডিজে