এডিস মশার লার্ভা পাওয়ায় ৮ ভবনের মালিককে চসিকের জরিমানা

এডিস মশার লার্ভা পাওয়ায় আটটি ভবনের মালিককে ৪৩ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

বৃহস্পতিবার (৬ জুলাই) নগরীর উত্তর খুলশী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সিটি কর্পোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন। অভিযানে এ জরিমানা করা হয়।

এ সময় মশা নিধন কার্যক্রম পরিচালনা করেন সিটি কর্পোরেশন মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম।

s alam president – mobile

অভিযানে ২৫টি বাড়ি পরিদর্শন করা হয়। এতে একটি নির্মাণাধীন ভবনের নীচে এডিস মশার বংশবিস্তারে জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় এবং অপর ৭টি ভবনের ছাদে পরিত্যাক্ত টব ও পাত্রে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এসব ভবন মালিকদের বিরুদ্ধে মামলা দায়েরের পাশাপাশি ৪৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

একইসঙ্গে এডিস মশা প্রতিরোধে জনসচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণের পাশাপাশি মশা নিধনে ওষুধ স্প্রে করা হয়। অভিযানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহযোগিতা করে।

আরএম/এমএফও

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!