চট্টগ্রামে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্লিনিক ভাঙচুর

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা সদরে একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় বাচ্চাসহ প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ ওঠেছে। এই ঘটনায় দফায় দফায় ভাঙচুর চালিয়েছে ভুক্তভোগীর স্বজনরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (৪ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ফটিকছড়ি সেবা ক্লিনিক অ্যান্ড ল্যাব ইনে এই মৃত্যুর ঘটনা ঘটে।

মৃত প্রসূতির নাম জান্নাতুল রিনা (২৫)। তিনি ফটিকছড়ি থানার কাঞ্চননগর এলাকার মরহুম মোতালেব মেম্বারের বাড়ির মো. রুমান উদ্দিনের স্ত্রী।

s alam president – mobile

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রিনাকে মঙ্গলবার সন্ধ্যায় ক্লিনিকে নিয়ে আসা হলে শারীরিক পরিস্থিতি ভালো ছিল।

রিনার স্বামী মো. রোমান বলেন, ‘সকালে ক্লিনিকে সুই পুশ করা নিয়ে গোলমাল হয়েছিল। আমরা কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছিলাম। তারপরও তারা দায়িত্বে অবহেলা করেছে। তাদের দায়িত্বশীলতার অভাবে আজ আমি আমার বউ-বাচ্চাকে হারালাম। এটা একটা হত্যা, আমি এই হত্যার বিচার চাই।’

এই ঘটনার পর ক্লিনিকের ভাঙচুরসহ ইট-পাটকেল নিক্ষেপ করছিল বিক্ষুব্ধরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Yakub Group

এই ব্যাপারে জানতে চাইলে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ বিন আনোয়ার চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘একজন প্রসূতি রোগীর মৃত্যু হয়েছে ফটিকছড়ি সেবা ক্লিনিক অ্যান্ড ল্যাব ইনে। এতে রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে ক্লিনিক ভাঙচুর করেছে। তবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়স্ত্রণে আসে। ওই ক্লিনিকে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’

এএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!