চট্টগ্রাম নগরীর চাঁন্দগাও থানার অনন্যা আবাসিক এলাকা থেকে শাওন বড়ুয়া (২৫) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় লাশটি উদ্ধার করা হয়
নিহত শাওন বড়ুয়া চট্টগ্রামের সাতকানিয়ার বাসিন্দা। তিনি চট্টগ্রাম সরকারি ওমরগণি মুসলিম এডুকেশন সোসাইটি (এম.ই.এস.) কলেজের শিক্ষার্থী ছিল।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, অনন্যা আবাসিক এলাকা থেকে এক তরুণের
মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছি। কে বা কারা এই তরুণকে হত্যা করেছে আমরা তদন্ত করছি।
আরএ/এমএফও


