এসএসসি পরীক্ষাকেন্দ্রের মালামাল নিরাপদে রাখার নির্দেশ চট্টগ্রাম শিক্ষাবোর্ডের
বন্যা পরিস্থিতির অবনতি
দেশের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির অবনতির কারণে এসএসসি পরীক্ষার কেন্দ্রগুলোতে বোর্ড থেকে সরবরাহ করা প্রয়োজনীয় মালামাল সংরক্ষণের নির্দেশ দিয়েছে শিক্ষাবোর্ড।
শনিবার (১৮ জুন) সকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্দেশনা প্রদান করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ২০২২ সালের ১৯ জুন থেকে একযোগে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
পরীক্ষার জন্য বিভিন্ন কেন্দ্রে সরবরাহ করা বিভিন্ন ট্রেজারি, থানা, পরীক্ষা কেন্দ্রের রক্ষিত মালামাল নিরাপদ ও সতর্কতার সাথে সংরক্ষণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এই পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আগামী ১৯ জুন থেকে একযোগে অনুষ্ঠিতব্য এসএসসি-২০২২ এর সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।’
তিনি আরও বেলেন, ‘পরীক্ষার জন্য বিভিন্ন কেন্দ্রে সরবরাহ করার খাতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মালামালের সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়।’
এমএ/এমএফও






