কক্সবাজারের যুবক ইয়াবাসহ গ্রেপ্তার কর্ণফুলীতে

চট্টগ্রামের কর্ণফুলীতে ১২০০ পিস ইয়াবাসহ প্রান্ত চাকমা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৯ জানুয়ারি) বিকাল ৪টার দিকে উপজেলার মইজ্যারটেক এলাকার পুলিশের চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার প্রান্ত চাকমা (১৯) কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের (৪ নম্বর ওয়ার্ড) লম্বাঘোনা এলাকার মৃত সুতুও চাকমার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।

ওসি মুহাম্মদ শরীফ বলেন, মইজ্যারটেক মোড়ের চেকপোস্টে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে অভিযান চালানো হয়। এ সময় প্রান্ত চাকমার কাছ থেকে ১২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm