s alam cement
আক্রান্ত
৫৭৩৭০
সুস্থ
৪৮৩৭৪
মৃত্যু
৬৭৪

বাকলিয়ায় কথা কাটাকাটি, সহকর্মীকে কাঁচি দিয়ে গলায় জখম

0

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকার একটি পোশাক কারখানায় কথা কাটাকাটির জেরে গলায় কাঁচি দিয়ে একজনকে গুরুতর আহত করা হয়েছে। আহতের নাম মো. সাগর।

তিনি কালা মিয়া বাজার মুজাফফর রোড ইকবাল কলোনির মো. জসিমের ছেলে। মঙ্গলবার (২৯ জুন) সকাল ১১টার দিকে রাশেদ গার্মেন্টসে এ ঘটনা ঘটে।

আহতের ভাই নয়নের সাথে কথা বলে জানা গেছে, আঘাতকারী রাব্বি ও আহত সাগর দুজনে রাশেদ গার্মেন্টসে কাটিং সেকশনে কাজ করেন। সকালে সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রাব্বি কাপড় কাটার কাঁচি দিয়ে গলায় আঘাত করলে সাগর গুরুতর হন।

এ সময় সহকর্মীরা তাকে প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। পরে অবস্থা গুরুতর হলে তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ২০ নং জরুরি বিভাগে ভর্তি করেন।

বর্তমানে সাগরের অবস্থা আশংকা জনক বলে জানা গেছে। চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শীলাব্রত বড়ুয়া বলেন, গলায় আঘাত নিয়ে একজনকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ২০ নং ওয়ার্ডে ভর্তি করেন।

সিএম/কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm