s alam cement
আক্রান্ত
১০২৩১৪
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩২৮

কথা কাটাকাটি থেকে ছেলের ধাক্কা, মুহূর্তেই প্রাণ গেল বাবার

0

পারিবারিক মতবিরোধে কথা কাটাকাটির জেরে চট্টগ্রাম নগরীর পাথরঘাটায় এক পর্যায়ে ছেলের সজোরে ধাক্কায় সোফার হাতলে পড়ে মুহূর্তেই বাবার মৃত্যু হয়েছে।

শনিবার (২০ নভেম্বর) রাতে পাথরঘাটা সেবক কলোনিতে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন।

ওসি জানান, শনিবার রাতে পারিবারিক বিরোধ নিয়ে বালাম দাশের সঙ্গে তার ছেলে নয়ন দাশের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। এতে ছেলে নয়ন দাশ বাবা বালাম দাশকে ধাক্কা দিলে তিনি সোফার হাতলে পড়ে বুকে ব্যথা পান। পরে পরিবারের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।

নেজাম উদ্দিন আরও বলেন, এ ঘটনায় ছেলে নয়ন দাশকে আটক করা হয়েছে। এখনও মামলা করা হয়নি। মামলা হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। নয়ন চট্টগ্রাম সিটি করপোরেশনের সেবক (সুইপার) হিসেবে কর্মরত।

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm