s alam cement
আক্রান্ত
৬৯৩৫৭
সুস্থ
৫১৬২০
মৃত্যু
৮১৯

করোনার কাছে হেরে গেলেন রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার

তার স্ত্রীও করোনায় আক্রান্ত

0

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন রাঙামাটি জেলার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব। গত ৬ জুলাই থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

বৃহস্পতিবার (১৫ জুলাই) মধ্যরাতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তিনি মারা যান। তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের চিকিৎসক পুলিশ সুপার ডা. মনোয়ার হাসানাত খান জানান, ‘করোনায় আক্রান্ত হয়ে রাঙামাটি জেলার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট দ্বারা আক্রান্ত হয়ে দীর্ঘদিন তিনি লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

আহসান হাবীব গত মে মাসে সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ হিসেবে পদোন্নতি পান। এর আগে তিনি চাঁদপুরের মতলবের সার্কেল এএসপি ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি ৩৩তম বিসিএসে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন।

এমআইটি/এমএহক

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm