কর্ণফুলীতে ডুবে যাওয়া জাহাজের আরেক ব্যক্তির লাশ উদ্ধার সীতাকুণ্ডে

চট্টগ্রামের কর্ণফুলী নদীর ইছানগরে জাহাজ ‘এফভি মাগফেরাত’ ডুবিতে নিখোঁজ মো. মনির হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ অক্টোবর) বিকালে ভাটিয়ারী সাগর উপকূলে জোয়ারের পানিতে ভেসে আসা মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টা নিশ্চিত করেছে কুমিরা নৌপুলিশ।

মৃত মো. মনির হোসেন (১৯) মাগুরা জেলার মোহাম্মদপুর থানার খালিশা গ্রামের বাসিন্দা মো. কামাল উদ্দিনের ছেলে।

জানা গেছে, গত ১১ অক্টোবর রাত ১টার দিকে কর্ণফুলী নদীর সি-রিসোর্সেস ডকইয়ার্ড ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে নদীর দুই নম্বর বয়ার সঙ্গে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায়। দুর্ঘটনার পর জাহাজে থাকা ১৬ জনের মধ্যে নয়জনকে জীবিত উদ্ধার করা হয়। বাকিদের মধ্যে ১৩ অক্টোবর চারজনের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।

এদিকে ভাটিয়ারীতে সাগর উপকূলে ভেসে আসা মরদেহটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এরপর নৌপুলিশ ও ফৌজদারহাট ফাঁড়ির পুলিশ এবং সীতাকুণ্ডের গাউছিয়া কমিটি ভাটিয়ারী শাখার টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

Yakub Group

বিষয়টি নিশ্চিত করে কুমিরা নৌপুলিশের এসআই চান মিয়া জানান, ‘কর্ণফুলী নদীতে ডুবে যাওয়া জাহাজের নিখোঁজদের একজনের মরদেহ ভাটিয়ারী সাগর উপকূল থেকে গাউছিয়া কমিটির সহযোগিতায় উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তি ওই জাহাজে কর্মরত ছিলেন।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm