কর্ণফুলীতে বিদ্যুৎ সাশ্রয় অভিযান, জরিমানা গুনল ৮ প্রতিষ্ঠান

0

চট্টগ্রামের কর্ণফুলীতে বিদ্যুৎ সাশ্রয়ে অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন। অভিযানে আট প্রতিষ্ঠানকে ২০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার (১৩আগস্ট) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী।

জানা গেছে, সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় কর্ণফুলীর খোয়াজ নগরের আয়ুব বিবি কলেজ রোড, মইজ্জ্যার টেক, খুইদ্দ্যার টেক, বিএফডিসি রোড এলাকার কাপড়, কসমেটিকস, ইলেকট্রনিকসসহ আট প্রতিষ্ঠানকে ২০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়। এতে বিদ্যুৎ আইনের আট দোকানকে জরিমানার আওতায় আনা হয়েছে।’

অভিযানের সময় সিএমপি কর্ণফুলী থানার পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ডিজে

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm