s alam cement
আক্রান্ত
৬৭৭৮৭
সুস্থ
৫১২৩৯
মৃত্যু
৮০০

কর্ণফুলীতে শিশু আহত বান্দরবানের গাড়ির ধাক্কায়, শান্তিরহাটেও ধাক্কা মারে বাইককে

0

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়ন কলেজ বাজার এলাকায় বেপরোয়া গতিতে আসা জেলা পরিষদের (বান্দরবন ১১-০০১৬) নম্বরে জিপ গাড়ির ধাক্কায় মোহাম্মদ তানভীর (৮) নামে এক শিশু আহত হওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৩ জুলাই) বিকাল তিনটায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা ওই শিশুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ সময় বেপরোয়া গতিতে আসা (বান্দরবন ১১-০০১৬) নম্বরের গাড়িটি ধাক্কা দিয়ে চলে গেলে মোটরসাইকেল নিয়ে ওই গাড়িকে ধাওয়া করেন স্থানীয় মোহাম্মদ সেলিম।

তিনি জানান, পটিয়া শান্তিরহাট এলাকায় গিয়ে গাড়িটি আমাকেও ধাক্কা দেয়। গাড়িটির সামনে একজন পুলিশের পোশাকে পুলিশ সদস্যও ছিল। আহত তানভীর পটিয়া উপজেলার কৈয়গ্রাম ভোলা সওদাগরের বাড়ির মো. ইউনুছের ছেলে। সে রাস্তা পার হচ্ছিল। আমরা জেনেছি গাড়িটি বান্দরবন জেলা পরিষদের।

স্থানীয়রা জানান, বান্দরবন জেলা পরিষদের সাদা রঙের জিপ গাড়ি (বান্দরবন ১১-০০১৬) নম্বরে গাড়িটি ধাক্কা দিয়ে প্রথমে দাঁড়িয়ে ছিল। স্থানীয়রা যখন আহত ছেলেটাকে উদ্ধারের জন্য এগিয়ে আসে, তখন দ্রুতগতিতে পালিয়ে যায় গাড়িটি।

ঘটনার পর কর্ণফুলী জোনের সহকারী কমিশনার মাসুদ করিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা ঘটনাস্থলে আসেন এবং চিকিৎসার জন্য সহযোগিতার আশ্বাস দেন।

Din Mohammed Convention Hall

কর্ণফুলী থানার উপ সহকারী পুলিশ পরিদর্শক মো. মোশারফ হোসেন জানান, পুলিশ বক্স ও সড়কের সিসিটিভি ফুটেজ দেখে পালিয়ে যাওয়া গাড়িটিকে শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।

সিপি

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm