s alam cement
আক্রান্ত
৬৩৬৯৬
সুস্থ
৫০৪৯২
মৃত্যু
৭৫৪

চট্টগ্রামে স্ত্রীর করোনা শুনেই স্বামী পালিয়ে যান, মৃত্যুর পর ফোনও ধরেননি

0

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে জ্বর, সর্দি, কাশি নিয়ে আসমা আক্তার (৩৮) নামে এক নারীকে নিয়ে আসেন তার স্বামী। র‍্যাপিড এন্টিজেন টেস্টে আসমা’র শরীরে ধরা পড়ে করোনা। এই খবর শুনেই পালিয়ে যান স্বামী মোজাম্মেল। এই খবর এখানেই শেষ নিয়।

বুধবার (৬ জুলাই) হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হওয়া এই নারী বুধবার (৭ জুলাই) দিবাগত রাত ১টার এই হতভাগ্য নারীর মৃত্যু হয়। হাসপাতাল থেকে এই খবর স্বামীকে জানাতে তার মুঠোফোনে খবর দিতে চাইলেও তা বন্ধ পাওয়া গেছে। তাই বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল ৩টা পর্যন্ত আসমা আক্তারের নিথর মরদেহ পড়ে আছে চমেক মর্গে।

তার বাড়ি চট্টগ্রামের ডবলমুরিং থানার মৌলভীপাড়ায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের পুলিশ ফাঁড়ির হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো হয়, আছমা আক্তারকে ভর্তির পর থেকেই কোন অভিভাবক যোগাযোগ করেননি। গতকাল রাতে আছমা আক্তার মারা গেলে স্বামীর ০১৭১৮৬৩৩২৯৮ নম্বরে ফোন করে বন্ধ পাওয়া গেছে। লাশ হাসপাতালের মরগে রাখা আছে।

আইএমই/এমএফও

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm