কর্ণফুলী আওয়ামী লীগের প্রচার সম্পাদক গ্রেপ্তার

কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার হাসমত আলী গ্রেপ্তার হয়েছেন।

রোববার (২৭ এপ্রিল) বিকালে উপজেলার চরপাথরঘাটা ইছানগর এলাকায় এস আলম সুগার মিলের পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।

হাসমত আলী (৪৮) শিকলবাহা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইছহাক মেম্বারের ছেলে।

ওসি মুহাম্মদ শরীফ জানান, কর্ণফুলী থানার একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন হাসমত আলী। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm