কর্ণফুলী ইপিজেডে ডায়মন্ড সিমেন্টের গাছের চারা বিতরণ

বৃক্ষরোপণ অভিযানের চলমান কর্মসূচির অংশ হিসেবে ‘কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা’ কর্তৃপক্ষের কাছে গাছের চারা বিতরণ করেছে ডায়মন্ড সিমেন্ট।

মঙ্গলবার (২৩ আগস্ট) চট্টগ্রাম নগরের পতেঙ্গায় কর্ণফুলী ইপিজেডের প্রশাসনিক ভবন চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে সংস্থাটির নির্বাহী পরিচালক মোহাম্মদ এনামুল হকের কাছে বনজ-ফলজ মিলিয়ে ২০০টি গাছের চারা হস্তান্তর করেন ডায়মন্ড সিমেন্টে পরিচালক লায়ন হাকিম আলী।

এসময় কর্ণফুলী ইপিজেডের অতিরিক্ত নির্বাহী পরিচালক (ক.অ.) মোহাম্মদ আবদুল জব্বার, অতিরিক্ত নির্বাহী পরিচালক (শ্রম ও শি.স.) মোহাম্মদ খালেদ চৌধুরী, ডায়মন্ড সিমেন্টের হেড অফ সেলস (চট্টগ্রাম জোন) আবদুর রহিম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ এমনিতেই প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ। বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের ফলে এ ঝুঁকি আরো বেড়েছে। সেজন্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ও সবুজ-শ্যামল বাংলাদেশকে সত্যিকার অর্থে সবুজ-শ্যামল রাখতে হলে বেশি করে গাছ লাগাতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পরিচালক (হিসাব) মো. তৌহিদুল ইসলাম, উপ পরিচালক (প্রশাসন) মো. মহসীন, নির্বাহী প্রকৌশলী (পুর) মো. মোজাম্মেল হক, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. শাকিরুল ইসলাম, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) রতন চক্রবর্তী, ডায়মন্ড সিমেন্টের এজিএম (কর্পোরেট) দীপ্তিমান দাশ, ব্র্যান্ড এন্ড কমিউনিক্যাশন ম্যানেজার মো. আমান উল্লাহ চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ (কর্পোরেট) শাহনুর সানী।

Yakub Group

এ উপলক্ষে কর্ণফুলী ইপিজেডের প্রশাসনিক ভবন চত্বরে দুটি গাছের চারা রোপণ করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm