কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত চন্দনাইশে

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে চন্দনাইশের হাশিমপুর খাঁন বটতল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আরোহীর নাম মকবুল আহমদ। তিনি দক্ষিণ হাশিমপুরের মৃত আলতাফ মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছে দোহাজারী হাইওয়ে ফাঁড়ির অফিসার ইনচার্জ খাঁন মোহম্মদ এরফান।

স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজারমুখি একটি দ্রুতগতির কাভার্ডভ্যান হাশিমপুর খাঁন বটতল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে আরোহী রাস্তায় ছিটকে পড়েন।

স্থানীয়রা মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Yakub Group

খবর পেয়ে দোহাজারী হাইওয়ে পুলিশ কাভার্ডভ্যানটি জব্দ করে ফাঁড়িতে নিয়ে যায়। তবে চালক পালিয়ে গেছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm