কাভার্ডভ্যানের ধাক্কায় স্কুলশিক্ষকের মৃত্যু মিরসরাইয়ে

চট্টগ্রামের মিরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় সোহেল রানা নামের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।

রোববার (১৬ জুলাই) সকালে উপজেলার বারইয়ারহাট পৌরবাজারের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখি লেইনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল রানা (২৪) নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার দক্ষিণ নয়নপুর এলাকার মো. সোহাগ মিয়ার ছেলে। বাবার সঙ্গে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় থাকতেন। তিনি কোরআনে হাফেজ ছিলেন।

s alam president – mobile

নিহত সোহেল রানার বাবা সোহাগ মিয়া বলেন, ‘আমার ছেলে একজন কোরআনে হাফেজ ছিলো। কুমিরা এলাকায় একটি বেসরকারি স্কুলে খণ্ডকালীন শিক্ষকতা করতো সে। শুক্রবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় একটি চাকরির সাক্ষাৎকার দিতে গিয়েছিল। রাত ১০টায় সময় ছেলের সঙ্গে মোবাইলে কথা বলার সময় আমাকে জানিয়েছিলো সকালে কুমিরার বাসায় এসে পৌঁছাবে। এরপর আর কথা হয়নি। ছেলেকে নিয়ে আমার সব স্বপ্ন শেষ হয়ে গেছে।’

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সরকার বলেন, ‘রোববার সকালে বারইয়ারহাট পৌরবাজারে মহাসড়কে বাসে ওঠার জন্য অপেক্ষা সময় পেছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান সোহেল রানাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কাভার্ডভ্যানটি পুলিশ হেফাজতে রয়েছে।’

ডিজে

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!