ডেঙ্গুতে ১০ মাসের শিশুসহ এক নারীর মৃত্যু চট্টগ্রামে

২৪ ঘণ্টায় আক্রান্ত ১০১

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজশ্রী ধর নামের ১০ মাস বয়সী এক শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে নতুন আক্রান্ত হয়েছেন ১০১ জন।

মৃত অপরজনের নামে ইলিনা হক (৩৫)। তিনি চন্দনাইশ উপজেলার বাসিন্দা।

মঙ্গলবার (১৮ জুলাই) সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, শিশু রাজশ্রী ধর আনোয়ারার রাজীব ধরের মেয়ে। দু’জনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

s alam president – mobile

চট্টগ্রামে গত সাড়ে ছয় মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০ জনই শিশু।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন আক্রান্ত হয়েছেন ১০১ জন। এর মধ্যে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজ (বিআইটিআইডি) হাসপাতালে ২০ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩১ জন এবং চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে ৫ জন চিকিৎসাধীন আছেন।

এছাড়া বিভিন্ন বেসরকারি হাসপাতালে আরও ৩৫ জন চিকিৎসাধীন আছেন।

Yakub Group

চলতি বছরে জানুয়ারি থেকে এই পর্যন্ত চট্টগ্রাম জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৬৫ জন। ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২০ জন। এর মধ্যে শিশু ১০ জন, ৬ জন পুরুষ ও ৪ জন নারী।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!