কুলাউড়ায় পাহাড়িকা ট্রেন অবরোধ করে বিক্ষোভ চা শ্রমিকদের

চা শ্রমিকদের বিক্ষোভের কারণে চট্টগ্রাম-সিলেট রেললাইনে দুই ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় তারা। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস কুলাউড়া স্টেশনে আটকে ছিল।

মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর সাড়ে ৩টার দিকে সিলেটের কুলাউড়া স্টেশন ট্রেন আটকে বিক্ষোভ করে চা শ্রমিকরা। পরে পুলিশের হস্তক্ষেপে বিকাল ৫টা ১০ মিনিটে অবরোধ তুলে নেয় তারা।

জানা গেছে, মজুরি বাড়ানোর দাবিতে সিলেটের মৌলভীবাজার কুলাউড়ায় রেললাইন অবরোধ করে শ্রমিকরা। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া পাহাড়িকা এক্সপ্রেস আটকা পড়ে স্টেশনে।

কুলাউড়া রেলওয়ে পুলিশের সহকারী উপ পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, ‘বেতনের দাবিতে রেললাইন অবরোধ করেছে চা শ্রমিকরা। পরে তাদের বুঝিয়ে ট্রেন চলাচল সচল করা হয়েছে।’

জেএস/ডিজে

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm