কোতোয়ালীতে ৪৪ চোরাই মোবাইল জব্দ, ৫ চোরাকারবারি আটক

চট্টগ্রাম নগরী থেকে ৪৪টি চোরাই মোবাইল জব্দ করেছে পুলিশ। একইসঙ্গে ৫ চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে নিউমার্কেট স্টেশন রোডে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ।

গ্রেপ্তার চোরাকারবারিরা হলেন মো. শাহ আলম, মো. নজরুল, নুর হোসেন, সাইদুর রহমান সজীব ও মো. শাহাদাত হোসেন।

কোতোয়ালী থানার উপ পরিদর্শক মো. মেহেদী হাসান বলেন, স্টেশন রোডের ফুটওভার ব্রিজের ফুটপাতের ওপর থেজে ৫ ব্যক্তিকে আটক করা হয়। তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৪৪টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

আটকদের বরাত দিয়ে তিনি বলেন, তারা জিজ্ঞাসাবাদে জানায়, চোরাই মোবাইল সেট, বিভিন্ন চোর ও ছিনতাই চক্রের সদস্যদের কাছ থেকে কম দামে কিনে বেশি দামে বিক্রয় করে এসব সেট।

আরএম/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!