চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকার হাজারী গলিতে এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার (১৩ এপ্রিল) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম প্রান্তিকা দাশ (৩০)। তিনি হাজারী গলির বাসিন্দা অনিক দাশের স্ত্রী।
নিহত প্রান্তিকার স্বামী অনিক দাশ বলেন, আমাদের দাম্পত্য জীবনে কোনো বিরোধ ছিল না। গত কয়েকদিন থেকেই প্রান্তিকা কারো সঙ্গে কোনো কথাবার্তা বলছিল না। কিছু বললে রাগ করত। আজও দুপুরে সে ভাত খেয়েছে। বাসার কাজ শেষ করেছে।
তিনি আরও বলেন, বিকালে প্রান্তিকা সবার অগোচরে রুমের দরজা আটকিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, গলায় ফাঁস দেওয়ায় প্রান্তিকা দাশ নামে এক গৃহবধূকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আত্মহত্যার কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর আত্মহত্যার কারণ জানা যাবে।
আইএমই/ডিজে