চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ভাটিয়ারি এলাকায় সেনানিবাস বিশ্বরোডে মাইক্রোবাসের ধাক্কায় মো. এমদাদুল হক খান সবুজ (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন।
নিহত মো. এমদাদুল হক খান সবুজ ময়মনসিংহ জেলার জোলস খানের ছেলে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, সীতাকুণ্ড থানার বিশ্বরোডে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রাস্তা পার হওয়ার সময় একটি মাইক্রোবাস ধাক্কা দিলে গুরুতর আহত হন এমদাদুল।
তাকে মাইক্রোবাসের হেল্পার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ মর্গে রাখা হয়েছে।
আরএ/এমএফও