খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে মারা গেলেন পাহাড়ি কৃষক

0

খাগড়াছড়ি শহরের সাতভাইয়াপাড়া এলাকায় নিজ ঘরের উঠানেই গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন তনবিহারী চাকমা (৬৫) নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত তনবিহারী চাকমা পেশায় একজন কৃষক। তিনি সাতভাইয়াপাড়ার বাসিন্দা। তবে কী কারণে কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে স্থানীয় মানুষদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। 

তনবিহারী চাকমার ছেলে সুমন চাকমা বলেন, ‘রাত সাড়ে নয়টার দিকে বাবা ঘরের উঠানে খড় জ্বালিয়ে আগুন পোহাচ্ছিলেন। হঠাৎ গুলির শব্দ শুনি। ঘর থেকে বাইরে বের হয়ে দেখি বাবার লাশ মাটিতে পড়ে আছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ বলেন, ‘গুলিতে নিহত তনবিহারী চাকমার লাশ উদ্ধার করে পুলিশ খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করবে।’

তিনি আরও বলেন, ‘তনবিহারী চাকমাকে ঘরের সামনে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তাঁর শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে।’

অন্যদিকে এ হত্যাকাণ্ডের জন্য পাহাড়ের আঞ্চলিক সংগঠনের সম্পৃক্ততার অভিযোগ উঠলেও দায় স্বীকার করেনি কোনো সংগঠন।

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm